![]() |
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার আকাশ ব্রিকস সংলগ্ন এলাকা থেকে বেপরোয়াভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় কতিপয় বিএনপি নেতা ও দুর্বৃত্তদের যোগসাজসে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে বলে জানা যায়।বিজয়নগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য চমক, বুধন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজান, বিএনপি কর্মী শাহীন ও মাহফুজের প্রত্যক্ষ মদদ ও সহায়তায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুধন্তি এলাকার সোনাই নদীর পাড়ের ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া সরকারিভাবে ড্রেজিং করে খননকৃত মাটি নদীর পাড় থেকে কেটে নেয়া হচ্ছে বলে জানা যায়।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে খাবিরুর রহমান মনির খান নামে এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিও শেয়ার করেন। মনিরের বাড়ি উপজেলার কেনা গ্রামে। তার লাইভ ভিডিওতে দেখা যায় একাধিক মাটি কাটার ভেকু ও ডাম্প ট্রাক ব্যবহার করে মাটি কাটা হচ্ছে। ভিডিওতে স্থানীয় বিএনপি কর্মী শাহীনকেও দেখা যায়। মনির তার ভিডিও চলাকালীন সময়ে দাবি করেন স্থানীয় পুলিশ প্রশাসন জানা স্বত্ত্বেও এভাবে প্রতিরাতেই বেপরোয়াভাবে মাটি কাটা হয়। তিনি বলেন, স্থানীয় থানায় যোগাযোগ করা হলেও আসব/আসছি বলে মাটি কাটার স্পটে আর আসেননি। বিজয়নগর উপজেলার অফিসার ইনচার্জ কোন বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়ে সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করছেন বলে তিনি তার ভিডিও বক্তব্যে দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারিভাবে খননকৃত মাটি যেখানে রক্ষিত ছিল তার অনেকাংশই কাটা। মাটি সরিয়ে নেয়ার নমুনা স্পষ্ট।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন আলীর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি তার নলেজে নেই বলে সিটি বুলেটিনকে জানান। তিনি বর্তমানে থানার বাইরে আছেন এবং এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অথবা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) এর সাথে যোগাযোগের পরামর্শ দেন। বিজয়নগর উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে কল দেয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।