৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ণ
শিরোনাম

রাজউকের চেয়ারম্যানকে উদ্দেশ্য করে গণপূর্ত মন্ত্রীর প্রশ্ন?
আপনারা মহা ক্ষমতাধর,আপনাদের অনেক শক্তি -গণপূর্ত মন্ত্রী

এহসানুল হক | citybuletin.com
প্রকাশ: ১৬১৬ ঘণ্টা, বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪


আপনারা মহা ক্ষমতাধর,আপনাদের অনেক শক্তি -গণপূর্ত মন্ত্রী - বিশেষ সংবাদ

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজউকের কাছে এমন প্রশ্ন রেখেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ক ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, যে পরিকল্পনা করে অগ্রগতি নেই, সেই পরিকল্পনা করে লাভ নেই। বাস্তবায়নের উপর জোর দিতে হবে।

হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরানোর কাজ পুরো শেষ হয়নি, নতুন যেখানে যাবার কথা সেখানেও অগ্রগতি নেই, এই কাজ শেষ হবে কবে?

এ সময় তিনি দায়িত্বশীলদের দুটি জিনিসের অভাব আছে বলে মন্ত্রী উল্লেখ্য করেনঃ (১) দেশপ্রেম আমাদের মধ্যে নাই এবং (২) দায়িত্ববোধ কমে যাচ্ছে আমাদের মাঝে।

ট্যানারি সরানোর বিষয়ে রাজউক চেয়ারম্যানের উদ্দেশে প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আপনারা মহা ক্ষমতাধর। কিন্তু এই ট্যানারি কবে সরবে? এখন ২০২৪ সাল চলছে। আপনারা কত বছরের পরিকল্পনা করেছেন আমাকে বলুন।

মন্ত্রী বলেন, প্রকৃতি রক্ষায় কেবল ওয়ার্কশপ করে কাজ হবে না, সবুজ নগরী গড়ে তুলতে হলে এখনই কাজে নেমে পড়া উচিৎ। লালবাগের বিষয়ে মন্ত্রী বলেন, যে পরিকল্পনাই নেন না কেন লালবাগের ঐতিহ্য নষ্ট করা যাবে না।

গণপূর্তমন্ত্রী বলেন, প্রতিটা নাগরিকের তার দায়িত্ব রয়েছে। নাগরিক হিসেবে প্রতিটা মানুষকে তার দায়িত্বে এগিয়ে আসতে হবে। নইলে ওয়ার্কশপ করে কোনো লাভ নেই।

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত