৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ
শিরোনাম

সরাইল নোয়াগাঁও গ্রামে ইমাম সাহেবের রাজকীয় বিদায়,আবেগে আপ্লূত এলাকাবাসী...

এহসানুল হক,ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি | citybuletin.com
প্রকাশ: ০০৪৮ ঘণ্টা, শুক্রবার ২১ জুন ২০২৪


সরাইল নোয়াগাঁও গ্রামে ইমাম সাহেবের রাজকীয় বিদায়,আবেগে আপ্লূত এলাকাবাসী... - বিশেষ সংবাদ

দীর্ঘ ৩৫ বছর ইমামতির পর লাখ টাকা সম্মাননা দিয়ে গাড়ি বহর করে রাজকীয় ভাবে ইমামকে বিদায় জানিয়েছেন সরাইল উপজেলার নোয়াগাঁও পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা। রাজকীয় এমন বিদায় সংবর্ধনা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পরেছিলেন ইমাম সাহেব-সহ পুরো এলাকাবাসী।

বৃহস্পতিবার  (২০ জুন) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মনবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও  পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমামের জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় যুবসমাজ। মসজিদটির ইমাম জনাব হাফেজ ক্বারী আব্দুল্লাহ ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কলিগন্ডা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়,দীর্ঘ ৩৫ ধরে হাফেজ ক্বারী আব্দুল্লাহ সাহেব আমাদের মসজিদের ইমামতি করে আসছেন, উনার বিদায় লগ্নে অশ্রুসিক্ত এলাকাবাসী । হাফেজ ক্বারী আব্দুল্লাহ সাহেব শেষ জীবনের সময়টুকু তিনি তার সন্তান ও আত্মীয় স্বজনদের নিয়ে কাটাতে চান, মুসল্লিদের কাছে এমন দাবি জানালে মসজিদ কমিটি তাকে বিদায় সংবর্ধনার আয়োজন করে। স্থানীয় এলাকাবাসী ও এলাকার যুবকদের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুন) সকালে তাকে ফুলেল সজ্জিত গাড়িতে চড়িয়ে মোটরসাইকেল বহর নিয়ে বিদায় সংবর্ধনা জানান মুসল্লিরা। এসময় তাকে সম্মাননা স্বরূপ প্রায় ২ লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। বিদায় বেলায় রাজকীয় এমন সম্মান পেয়ে আবেগ আপ্লুত হয়ে সকল মুসল্লির জন্য দোয়া করেছেন হাফেজ ক্বারী আব্দুল্লাহ সাহেব। মুসল্লিরাও তার সুস্বাস্থ্য কামনা করেছেন।

 

বিদায় সংবর্ধনা পেয়ে হাফেজ ক্বারী আব্দুল্লাহ বলেন, জীবনের দীর্ঘ সময় মসজিদটিতে ইমামতি করেছি। এখানে আমার অনেক ছাত্র রয়েছেন। আমার ছাত্রসহ সকল মুসল্লিরা যেন ঈমানের সহিত পৃথিবী থেকে বিদায় নিতে পারেন, এই দোয়া করি। তারা আমাকে যে রাজকীয় সম্মান দিয়েছেন, আল্লাহ তা’য়ালা যেন তাদেরকে এমন সম্মান দিয়ে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন। রাজকীয় এই বিদায়কে আমৃত্যু স্মরণ রেখে সবার জন্য দোয়া করেন এবং উনার পরিবারের জন্যও দোয়া চাই।

 

নোয়াগাঁও পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জনাব ফজলুল হক মৃধা বলেন, আমরা আমাদের আত্মার আত্মীয়কে বিদায় দিচ্ছি। দিনটি আমাদের জন্য বেদনার, কেন না সবারই পরম আত্মীয়কে বিদায় দিতে কষ্ট হয়। তবুও পৃথিবীর নিয়ম, মানতেই হবে আমাদের। হাফেজ ক্বারী আব্দুল্লাহ হুজুর আমাদেরকে দীর্ঘ ৩৫ বছর ইসলামের শিক্ষায় আলোকিত করেছেন। তার শিক্ষা নিয়ে আমরা জীবনে চলার চেষ্টা করব। তার ও তার পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আমি। 

ইমাম সাহেবের সরাসরি ছাত্র অত্রএলাকার জনপ্রিয়মুখ মাওলানা মারুফ খান জিহাদী এবং হাফেজ ক্বারী আফজাল খান বলেন, আমরা ছোট কাল থেকে হুজুরকে মসজিদে দেখে আসছি। হুজুর ছোট কালে আমাদেরকে মক্তবে কোরআন শিখিয়েছেন। আজ হুজুরের বিদায় নেয়াটা আমাদের জন্য কষ্টের বিষয়। হুজুরের জন্য দোয়া রইল। 

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নোয়াগাঁও গ্রামের ফজলুল হক মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেনঃ বিশ্ববিদ্যালয় শিক্ষক শাহমান মৈশান, এডভোকেট নূরে আলম, সৌদি প্রবাসি বিশিষ্ট ব্যবসায়ী ইসাক খাঁন, ব্যাংকার নাইমুল ইসলাম মোতাইদ, আলী আমজাদ, বর্তমান ইউপি সদস্য শাহজাহান খাঁন, আবু বক্কর মৈশান, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মৈশান, মনির খাঁন, ওমর খাঁন,প্রভাষক শহীদুল খাঁন, আনোয়ারুল ইসলাম খাঁন, সিঙ্গাপুর প্রবাসী সিরাজুল ইসলাম খান প্রমুখ।

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত