৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১:০০ পূর্বাহ্ণ
শিরোনাম

নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার

এহসানুল হক | citybuletin.com
প্রকাশ: ০১৩৯ ঘণ্টা, বৃহস্পতিবার ৩০ মে ২০২৪


নিখোঁজ ব্রাহ্মণবাড়িয়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  প্রীতি খন্দকার - বিশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় নিখোঁজ প্রার্থীর স্বামী মো. মাসুদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 মোঃ মাসুদ অভিযোগ করে বলেন, ৫ জুন অনুষ্ঠিতব্য বিজয়নগর উপজেলা নির্বাচনে প্রীতি খন্দকার মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সার্ভার ত্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ায় হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছিলেন। এর ধারাবাহিকতায় ২৮ মে মঙ্গলবার দুপুরে উপজেলার হরষপুর ইউনিয়নে দুই সহযোগীয় নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। তিনি ঋষি পাড়ায় প্রবেশের কিছুক্ষণ পর দুজন নারী বাহিরে আসেন। প্রীতি ভোটারদের সঙ্গে কথা বলছিলেন। দীর্ঘক্ষণ পরও বের না হওয়ায় তারা ভেতরে যান।

 

অনেক খোঁজাখুঁজির পরও প্রীতিকে না পেয়ে বাড়িতে চলে আসি। পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেছেন। পরে বুধবার বেলা ১১টায় বিজয়নগর থানায় জিডি জমা দিয়েছি।

 

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক বলেন, নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি প্রার্থীর স্বামীকে থানায় যোগাযোগ করতে বলে দিয়েছি। 

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত