৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ
শিরোনাম

আকতার-মহসিনে জিম্মি বিআইডব্লিউটিসি ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ

এহসানুল হক | citybuletin.com
প্রকাশ: ০৩২৫ ঘণ্টা, বুধবার ২৯ মে ২০২৪ || সর্বশেষ সম্পাদনা: ০৩২৬ ঘণ্টা, বুধবার ২৯ মে ২০২৪


আকতার-মহসিনে জিম্মি বিআইডব্লিউটিসি ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ - বিশেষ সংবাদ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন(বিআইডব্লিউটিসি), বাংলাদেশে এমন প্রতিষ্ঠান পাওয়া দুষ্কর, যেখানে কাউকে তোয়াক্কা না করেই চলছে অনিয়ম,দূর্নীতি এবং গড়ে ওঠেছে ভয়ংকর সিন্ডিকেট, কর্তৃপক্ষের নেই কোন চেইন অফ কমান্ড। 

 

সিটিবুলেটিনের কাছে বেরিয়ে এসেছে অজানা অনেক তথ্য, দুর্নীতিবাজ কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় বিআইডব্লিউটিসি তে গড়ে উঠেছে দুর্নীতির মহা গ্যাং যার সরাসরি নেতৃত্ব দিচ্ছে মহসিন-আক্তার গংরা। 

জানা যায় ডকইয়ার্ড নং-২ এর সভাপতি 

মোঃ আক্তার হোসেন যার পদবি,একজন মেকানিক,পর্দার আড়ালে থেকে উনি এমন কোন কাজ নাই করেনা, যেমনঃ বিআইডব্লিউ

টিসি তে ভূয়া টেন্ডার তৈরি, ভূয়া নিয়োগ, কর্তৃপক্ষের স্বাক্ষর জালিয়াতি,টেন্ডার দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহন। উপরের প্রত্যেকটি অভিযোগের সত্যতার প্রমানপত্রসহ আমাদের কাছে এসেছে যেমনঃ মালামাল বাবদ অগ্রিম ১০,৬০,০০০ টাকা নিয়ে মাল ডেলিভারি ও টাকা ফেরতে অক্ষম হওয়ায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি মামলা নং ৪৭৪/২০২৩ অনুযায়ী ২৬/০৩/২০২৪ইং তারিখে গ্রেপ্তার হয়, পর্যায়ক্রমে মামলা নং-৫০৬/২০২৩,১২৪/২৩ দেনার দায়ে আক্তার হোসেনের নামে আদালত কর্তৃক ওয়ারেন্ট প্রক্রিয়াধীন তাছাড়াও উনার নামে উপরের সবগুলো অভিযোগের সত্যতা সিটিবুলেটিনের কাছে এসেছে। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ অর্থ আয়ের নিয়ম বহির্ভুত কর্মকান্ডের বিচারহীনতার কারণে সংস্থার ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ বিভিন্নভাবে  ক্ষতিসাধন করেছে,কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী তারা অধিকার কেড়ে নিয়ে আইন প্রশাসনসহ রাষ্ট্রীয় ব্যবস্থাকে জিম্মি করে সংস্থাকে শোষন করছে। দুঃখজনক হলেও সত্য সবগুলো অভিযোগ জানার পরও ঊর্ধ্ববর্তন কর্মকর্তারা কেন নিশ্চুপ কোন ব্যবস্থাই নিচ্ছেনা তা জানার জন্য চোখ রাখুন সিটিবুলেটিনে..... 

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত