আগামী ৫জুন অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক গণসংযোগ, কর্মিসভা, মতবিনিময় ও উঠান বৈঠক। শোভা পাচ্ছে উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে প্রার্থীদের পোস্টার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে ৪জন প্রার্থী মধ্যে ফুটবল প্রতীক জনসমর্থনে এগিয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি আফরিন ফাতেমা জুই।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাছিমা আক্তার শিশির(প্রজাপতি), ব্রাহ্মনবাড়িয়া জেলা মহিলা যুবলীগের সহ সভাপতি উম্মে হানি সেতু(কলস),বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার(পদ্মফুল)।
তবে এবারের হিসাবটা একটু ভিন্ন জয়ের ব্যাপারে আলোচনার শীর্ষে রয়েছেন আফরিন ফাতেমা জুই।কিন্তু কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান এই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও জল্পনা-কল্পনার শেষ নেই।
আফরিন ফাতেমা জুই স্কুল জীবন থেকেই সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিল
পর্যায়ক্রমে ব্রাহ্মনবাড়িয়া মহিলা কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি। উনি দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের পাশে থেকে
সুখ-দুঃখের সারথি হয়ে দায়িত্ব পালন করেছেন যেমনঃ করোনা মহামারিতে অক্সিজেন সিলিন্ডার সার্ভিসসহ তার সামাজিক অনেক কাজ সাধারণ মানুষের কাছে চোখে পরার মত, সদর উপজেলার নারী নেত্রী হিসাবে উনিই কেবল অসংখ্য রোগীদের বিপদে ছায়ার মত পাশে থেকে সহযোগিতা করেছেন যার জন্য সাধারণ মানুষের কাছে আফরিন খুবই প্রিয়।
ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খাইরুল আলম জানান,
আফরিন হল অমায়িক হ্রদয়ের একজন মানুষ যার ব্যবহারে যেকোন মানুষ তার প্রতি দূর্বল হবে,ভালবাসা জন্মাবে। তাই এবার নির্বাচনে সদর উপজেলাবাসি ফুটবল মার্কায় ভোট দিতে কার্পন্য করবে না। ফুটবল মার্কার জোয়ার উঠেছে সদর উপজেলায়। উপজেলার পাড়া-মহল্লায়,ওয়ার্ডে-ইউনিয়নে সর্বোপরি পুরো উপজেলায় তার অবস্থান জয়-জয়কার।