৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ণ
শিরোনাম

ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে আছে শোভন

এহসানুল হক | citybuletin.com
প্রকাশ: ০২৫৮ ঘণ্টা, বুধবার ২২ মে ২০২৪ || সর্বশেষ সম্পাদনা: ০৩৩২ ঘণ্টা, বুধবার ২২ মে ২০২৪


ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে আছে শোভন - বিশেষ সংবাদ

আগামী ৫জুন অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে  প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক গণসংযোগ, কর্মিসভা, মতবিনিময় ও উঠান বৈঠক। শোভা পাচ্ছে উপজেলার প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে প্রার্থীদের পোস্টার।

উপজেলা নির্বাচনে ৪জন প্রার্থী মধ্যে আনারস প্রতীকে জনসমর্থনে এগিয়ে রয়েছে ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। 

এছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন,ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন(কাপ-পিরিচ)।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন,এছাড়া রয়েছেন সেলিম রেজা।

তবে এবারের হিসাবটা একটু ভিন্ন জয়ের ব্যাপারে আলোচনায় রয়েছেন শাহাদাত হোসেন শোভন এছাড়াও রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেলাল উদ্দিন।  কিন্তু কে হচ্ছেন উপজেলা চেয়ারম্যান এই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও জল্পনা-কল্পনার শেষ নেই।

শেষ মুহূর্তে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন (কাপ-পিরিচ) ও জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের (আনারস) প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটা দাবি করছেন সাধারণ মানুষ।

এক সময়ের ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে কলেজ ছাত্রলীগের সভাপতি বর্তমানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন। ছাত্র রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় ধরে উনি মানুষের পাশে থেকে নিজ অবস্থান থেকে সুখ-দুঃখের সারথি হয়ে দায়িত্ব পালন করেছেন(যেমন:করোনা মহামারিতে অক্সিজেন সিলিন্ডার সার্ভিসসহ তার সামাজিক অনেক কাজ সাধারণ মানুষের কাছে চোখে পরার মত) যার জন্য সাধারণ মানুষের কাছে শাহাদাত হোসেন শোভন জনপ্রিয় একটি নাম।

ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিক জানান,শোভন হল অমায়িক হ্রদয়ের একজন মানুষ যার ব্যবহারে যেকোন মানুষ তার প্রতি দূর্বল হবে,ভালবাসা জন্মাবে। তাই এবার নির্বাচনে সদর উপজেলাবাসি আনারস মার্কায় ভোট দিতে কার্পন্য করবে না।আনারস মার্কার জোয়ার উঠেছে সদর উপজেলায়।ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিদনী ইসলাম জানান,সে মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে আসে তার তুলনা নাই সে নিজের নিজের তুলনা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলা ১১ ইউনিয়ন নিয়ে গঠিত। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার। 

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত