গরমে দাবদাহে অতিষ্ঠ নগরজীবন। অসহনীয় গরম আর দাবদাহে বিমর্ষ প্রাণ প্রকৃতি। এলোমেলো হয়ে পড়েছে নগর জীবন। তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে সাধারণ মানুষ। এই অবস্থায় সড়কের উত্তাপ কমাতে এবং বায়ু দূষণ রোধে নিজ উদ্যোগে ২১নং ওয়ার্ড কাউন্সিলর মানবিক কাউন্সিলর খ্যাত আসাদুজ্জামান আসাদ ওয়ার্ডের বিভিন্ন সড়কে কুয়াশা স্প্রে ছড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে বিতরন করছেন খাবার পানি এবং স্যালাইন।
আসাদুজ্জামান আসাদ সিটি বুলেটিন প্রতিনিধি উনার উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আসাদুজ্জামান আসাদ জানান,প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ২১নং ওয়ার্ডের আওতাধীন বিভিন্ন সড়কে এসব বিশেষ যানের মাধ্যমে সেবার কার্যক্রম পরিচালনা করছেন বৃষ্টি না হওয়া তথা গরমের দাবদাহ না কমা অবধি এই কার্যক্রম চলমান থাকবে।
বরাবরের মতই তিনি দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যেমন:করোনা কালীন সময়ে বাড়ি-বাড়ি গিয়ে তরি তরকারি বিতরন কর্মসূচি,অক্সিজেন সিলিন্ডার সরবরাহ,ডেঙ্গু মারামারিতে কর্পোরেশনের পাশাপাশি নিজেই গড়ে তুলেছেন ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক আলাদা টিম,প্রত্যেক রমজান আসলেই দেখা যাই নিজ উদ্যোগে ওয়ার্ডের প্রত্যেক বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে কাউন্সিলর নিজেই হাজির।নিয়মিত এইসব কার্যক্রম আসলেই চোখে পরার মত যা জনসাধারণকে অভিভূত করে।