৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ণ
শিরোনাম

খালি পায়ে ফিরলেন এমপিরা,সংসদ থেকে জুতা চুরি

ইয়াসিন খান | citybuletin.com
প্রকাশ: ০০১৯ ঘণ্টা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪


খালি পায়ে ফিরলেন এমপিরা,সংসদ থেকে জুতা চুরি - জাতীয়

সংসদ ভবন চত্বর থেকে চুরি হলো সংসদ সদস্যদের জুতো। তাও আবার শুক্রবার জুমআর নমাজ চলাকালীন। ফলে নামাজ শেষে খালি পায়েই হাঁটতে হলো সংসদ সদস্যদের। এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিড়ম্বনার মুখে পাকিস্তান। দেশটির সংসদ ভবনের আঁটসাট নিরাপত্তা টপকে জুতো চোররা কীভাবে ঢুকে পড়ল, সেটাই এখন বড় প্রশ্ন। বিদেশ 

এশিয়া

সংসদ ভবন থেকে জুতো চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ২৪ এপ্রিল ২০২৪

 

এই সাইট Google AdSense বিজ্ঞাপনের ইনটেন্ট লিঙ্ক ব্যবহার করে। AdSense এইসব লিঙ্ক অটোমেটিক জেনারেট করে। লিঙ্কগুলির মাধ্যমে ক্রিয়েটররা উপার্জন করতে পারেন।

FacebookTwitterEmailWhatsAppLinkedInMessengerShare

সংসদ ভবন থেকে জুতো চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা

সংসদ ভবন।

 

 সংসদ ভবন চত্বর থেকে চুরি হলো সংসদ সদস্যদের জুতো। তাও আবার শুক্রবার জুমআর নমাজ চলাকালীন। ফলে নামাজ শেষে খালি পায়েই হাঁটতে হলো সংসদ সদস্যদের। এমন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিড়ম্বনার মুখে পাকিস্তান। দেশটির সংসদ ভবনের আঁটসাট নিরাপত্তা টপকে জুতো চোররা কীভাবে ঢুকে পড়ল, সেটাই এখন বড় প্রশ্ন।

 

পাকিস্তানের সংসদ ভবন চত্বরেই রয়েছে একটি মসজিদ। সংসদ সদস্য থেকে সাংবাদিক, ভবনের কর্মী সকলেই সেই মসজিদে নমাজ পড়েন। গত শুক্রবারও নমাজ পড়তে গিয়েছিলেন সকলে। কিন্তু নামাজ শেষে বেরতেই চক্ষু চড়কগাছ। মসজিদের সামনে রাখা অন্তত ২০ জোড়া জুতো উধাও। আশেপাশে খোঁজাখুঁজি করেও জুতোগুলোর হদিস মেলেনি।কিন্তু জুতো ছাড়া কী করে সংসদ ভবনে ফিরবেন? বিকল্প ব্যবস্থা না পেয়ে খালি পায়েই যাত্রা শুরু করলেন পাক সাংসদরা। মসজিদ থেকে খালি পায়ে হেঁটে পৌঁছালেন সংসদ ভবনে। কিন্তু জুতো না পেয়ে যথেষ্ট রেগে গিয়েছিলেন জনপ্রতিনিধিরা। তাদের চাপে পড়ে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্পিকার। নিরাপত্তায় এত বড় গলদ কেন, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। 

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত