৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ণ
শিরোনাম

বীরগাঁও, কৃষ্ণনগর ও বড়াইল তিন ইউনিয়ন আল-আমিনের পক্ষে একজোট

উপজেলা প্রতিনিধি | citybuletin.com
প্রকাশ: ০১৪৩ ঘণ্টা, সোমবার ১৫ এপ্রিল ২০২৪ || সর্বশেষ সম্পাদনা: ০১৫২ ঘণ্টা, সোমবার ১৫ এপ্রিল ২০২৪


বীরগাঁও, কৃষ্ণনগর ও বড়াইল তিন ইউনিয়ন আল-আমিনের পক্ষে একজোট - জাতীয়

আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল আমিন আহমেদ এর পক্ষে বড়াইল, কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ একটি মতবিনিময় ও পরামর্শ সভার আয়োজন করে।উক্ত মতবিনিময় ও পরামর্শ সভাটি একসময় জনসভায় রুপান্তরিত হয়।

গত শনিবার বিকেলে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীরকান্দি ঈদগাহ মাঠে কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী কবির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় এতে বক্তব্য রাখেন, বীরগাঁও ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মলাই মিয়া, সাবেক চেয়ারম্যান মাশুকুর রহমান, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা হাজী রজব আলী, বাইশমোজা যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খান, কবির হোসেন মাষ্টার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু কাউসার মাস্টার।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বাদল, মোশাররফ হোসেন খান মাস্টার, মোসলেম উদ্দিন খান, ডা.ওয়ালী আহমেদ, কবির হোসেন মেম্বার, মো. কাউসার মোল্লা, মো. নুরুল ইসলাম, সভায় বক্তরা বলেন, ঐতিহাসিক বাইশমোজার ঐক্যের প্রতিক এইচ এম আল আমিন আহমেদ, আমরা দলমত নির্বিশেষে সকলে তার বিজয় নিশ্চিত করতে বীরগাঁও, কৃষ্ণনগর ও বড়াইল এই তিন ইউনিয়নের জনগণ নিজ নিজ অবস্থান থেকে গোটা উপজেলায় কাজ করবো, প্রতিটি ভোটারের কাছে আমাদেরকে যেতে হবে।

 এ সময় এইচ এম আল-আমিন আহমেদ বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা প্রত্যেকে নিজেকে আল-আমিন মনে করে দলমত নির্বিশেষে কাজ করলে আমাদের বিজয় আল্লাহর রহমতে সুনিশ্চিত। আর এ বিজয় হবে ঐতিহ্যবাহী বাইশমোজাসহ গোটা নবীনগরবাসির।এই সমাবেশকে কেন্দ্র করে পুরো নবীনগর জুড়ে চলছে এইচ এম আল-আমিনের পক্ষে গনজোয়ার তথা জয়ে জয়কার।

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত