Warning: getimagesize(http://www.citybuletin.com/media/imgAll/abc/prothomalo-bangla_2023-10_c0362825-290b-4018-8c42-03269501716e_0c5bdbfa-f04b-4b5e-99b6-b342cf090ba120231028092451.webp): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /home/citynfut/public_html/details.php on line 47

Warning: Trying to access array offset on value of type bool in /home/citynfut/public_html/details.php on line 48
কাকরাইলে পুলিশ বক্স ও গাড়িতে আগুন, মসজিদের সামনে বিজিবি - জাতীয়
৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ণ
শিরোনাম

বাংলাদেশ
কাকরাইলে পুলিশ বক্স ও গাড়িতে আগুন, মসজিদের সামনে বিজিবি

নিজস্ব প্রতিবেদক | citybuletin.com
প্রকাশ: ০৩৩৩ ঘণ্টা, রোববার ২৪ মার্চ ২০২৪ || সর্বশেষ সম্পাদনা: ০২২১ ঘণ্টা, সোমবার ২০ মে ২০২৪


কাকরাইলে পুলিশ বক্স ও গাড়িতে আগুন, মসজিদের সামনে বিজিবি - জাতীয়
কাকরাইল মসজিদের সামনে বিজিবির সদস্যরা
কাকরাইল মসজিদের সামনে বিজিবির সদস্যরাছবি: প্রথম আলো
 

রাজধানীর কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বেলা একটার কিছু আগে এ ঘটনা শুরু হয়। এরপর পুলিশ বিএনপি নেতা-কর্মীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মারতে শুরু করে।

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ  (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুনছবি: প্রথম আলো

কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়েছে। সেখানে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে
কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছেছবি: সাজিদ হোসেন

কাকরাইল মসজিদের সামনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের দেখা গেছে। চারটি গাড়িতে করে তাঁরা এসেছেন।

কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া
কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়াছবি: শুভ্র কান্তি দাশ

ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, কাকরাইল মসজিদের সামনের এলাকায় অনেক সময় ধরেই বিএনপি নেতা-কর্মী ও পুলিশের মধ্যে উত্তেজনা চলছিল।একপর্যায়ে পুলিশের এক সদস্য আহত হন।

 আহত এক পুলিশ সদস্য
আহত এক পুলিশ সদস্যছবি: সাজিদ হোসেন

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বহনকারী একটি বাস ও দুটি পিকআপে হামলা হয়। বিএনপি নেতা-কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ।

আরও পড়ুন

কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

হামলাকারীরা বাসটি ভাঙচুর করেন। ঘটনাস্থলে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, হামলা শুরু হলে বাস ও পিকআপ থেকে নেমে দৌড়ে স্থান ত্যাগ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় তাঁদের লাঠি হাতে ধাওয়া দেন বিএনপির কর্মীরা। সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বিএনপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন

বিএনপির সমাবেশস্থলে ইন্টারনেট নেই, আওয়ামী লীগের সমাবেশস্থলে পুরোপুরি সচল

 

বাস ভাঙচুরের পর বেলা পৌনে একটার দিকে কাকরাইল মসজিদের সামনের এলাকায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। তিনি কয়েকটি ব্যানার নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন।

কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে একদিকে জড়ো হন বিএনপির নেতা–কর্মীরা
কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে একদিকে জড়ো হন বিএনপির নেতা–কর্মীরাছবি: সাজিদ হোসেন

এরপরই পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ কীভাবে শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়
কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন লাগিয়ে দেওয়া হয়ছবি: প্রথম আলো

দুপুর সাড়ে ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কাকরাইলে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হলেও সমাবেশ চলছে।

সিটিবুলেটিন.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত